×

খেলা

সকালে টপাটপ ২ উইকেট তুলে নিলেন তাসকিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১২:৩০ পিএম

সকালে টপাটপ ২ উইকেট তুলে নিলেন তাসকিন

আজ শুক্রবার পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনে সকাল সকাল লঙ্কান দূই ব্যাটসম্যানকে সাজঘরে ফিরেয়ে আনন্দে মাতোয়ারা তাসকিন

পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনে শুক্রবার (৩০ এপ্রিল) সকাল বেলায় প্রথম সেশনে স্বাগতিক লঙ্কানদের দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফিরেয়ে লাল-সবুজের প্রতিনিধিদের খেলায় ফেরান পেসার তাসকিন। এই মুহূর্তে তিন উইকেট হারিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার সংগ্রহ ৩১৯ রান। গতকাল এক উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ২৯১ রান। আগের দিন ১৩১ রানের অপরাজিত লাহিরু থিরিমান্নে লিটন দাসের হাতে ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান তাসকিন।

আজ সকালে ৯ রান যোগ করে ১৪০ রানে আউট হন লাহিরু থিরিমান্নে। ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছিল লঙ্কানরা। দ্বিতীয়বারের মতো ৬০০  রানের বেশি রান করার স্বপ্নে বিভোর লঙ্কানরা। ২০০৯ সালে পাকিস্তান সফরের  দুই টেস্টে ৬০০ বেশি রান তাড়া করছিল সিংহলিরা। প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৬৪৪ রান করার পর দ্বিতীয় টেস্টে করেছিল ৭৬৫ রান। এবার টাইগারদের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয়বার মতো ৬০০  বেশি রান পার করার স্বপ্নের কথা গতকাল জানিয়েছেন তাদের ফিল্ডিং কোচ গ্রান্ড ফ্লাওয়ার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৩১৯ রান। ওশাদা ফার্নান্ডো ৫৪ রানে অপরাজিত আছেন।  লাহিরু থিরিমান্নেকে আউট করার পর খেলতে নামেন ম্যাথুস। ম্যাথুসকে ব্যক্তিগত ৫ রানের মাথায় লিটন দাসের হাতে ক্যাচ এ পরিণত করে সাজঘরে ফেরান তাসকিন। এ পর্যন্ত শ্রীলঙ্কার যে ৩টি উইকেটের পতন ঘটেছে তার প্রথমটি গতকাল তুলে নিয়েছিলেন শরিফুল ইসলাম আজ অপর দুটি  তুলে নেন তাসকিন আহমেদ। পাল্লেকেলে প্রথম টেস্টে লঙ্কানদের ৩  উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App