×

জাতীয়

বিপুল পরিমাণ ন্যায্যমূল্যের চাল-আটা জব্দ, আটক ৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ০৪:৩০ পিএম

বিপুল পরিমাণ ন্যায্যমূল্যের চাল-আটা জব্দ, আটক ৯
ন্যায্যমূল্যের খাদ্য সামগ্রী কালোবাজারীর অভিযোগে ৯ জনকে আটক করেছে র‌্যাব। তারা হলেন- আ. কাদের শিকদার (৭০), অমি ইসলাম (৩৩), আ: বারেক (৩৫), মো. কামাল হোসেন (৫৩), মো. উজ্বল হোসেন (২৫). মো. শাহীন (১৮), মো. জুয়েল (৩১), মো. জাবেদ (১৯) ও মো. সালমান (২৫)। রাজধানীর মাটিকাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় বিপুল পরিমান ন্যায্যমূল্যের চাল ও আটাসহ ৩টি ট্রাক জব্দ করা হয়। র‌্যাব-৪ এর এএসপি মিডিয়া মো. জিয়াউর রহমান চৌধুরী গতকাল শুক্রবার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু অসাধু লোক ন্যায্যমূল্যের খাদ্য সামগ্রী কালোবাজারীতে বিক্রি করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মাটিকাটা এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় ওই ৯ জনকে আটক করাসহ ৩১ হাজার ৩০০ কেজি চাল, ৮ হাজার কেজি আটা, ২টি ওজন পরিমাপ যন্ত্র, ১টি বস্তা সেলাইয়ের মেশিন ও ৩টি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন ধরে কালোবাজারীতে ন্যায্য মুল্যের চাল ও আটা বিক্রয় করে আসছিলো। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকার ঘোষিত ন্যায্য মুল্যের চাল ও আটা বস্তায় সংগ্রহ করে রাজধানীসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল। র‌্যাব-৪ এর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App