×

শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা পেছাল, শুরু ৩১ জুলাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ০১:০২ পিএম

ঢাবির ভর্তি পরীক্ষা পেছাল, শুরু ৩১ জুলাই

ফাইল ছবি

করোনা পরিস্থিতির অবনতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আগামী ২১ মে থেকে পরীক্ষা পিছিয়ে ৩১ জুলাইয়ে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে পরীক্ষা প্রায় আড়াই মাস পিছিয়ে যাচ্ছে। ভর্তি পরীক্ষার সঙ্গে জড়িত একাধিক ডিন ও শিক্ষক পরীক্ষার তারিখ পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৩১ জুলাই প্রথমবারের মতো চারুকলা অনুষদ ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই ভর্তি পরীক্ষার কার্যক্রম। তবে এই অনুষদের অঙ্কন পরীক্ষার তারিখ এখনো ঠিক করা হয়নি।

তবে আগামী ৬ আগস্ট পরীক্ষা দেবে বিজ্ঞান অনুষদে ভর্তিচ্ছুরা। পরেরদিন ৭ আগস্ট পরীক্ষা হবে ‘খ’ ইউনিটের কলা অনুষদে। আর বাণিজ্য অনুষদের ‘গ; ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৩ আগস্ট।

এছাড়া ১৪ আগস্ট ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে শেষ হবে এ কার্যক্রম।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, করোনা পরিস্থিতির কারণে আগের ঘোষিত তারিখে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App