×

খেলা

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১০:৩৮ এএম

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

ফিল্ডিংয়ে বাংলাদেশের টাইগাররা।

পাল্লেকেলেতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। সকালে মুদ্রা নিক্ষেপে জয়ী হন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান দলপতি।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে। এই টেস্টের মাধ্যমে পেশার শরিফুল ইসলামের টেস্ট অভিষেক ঘটতে যাচ্ছে। প্রথম টেস্টে ১ উইকেট পাওয়া পেসার এবাদত হোসেন দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন।

প্রথম টেস্ট ড্র হওয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা উভয় দলই ২০ পয়েন্ট করে লাভ করেছে। ক্রিকেট পণ্ডিতদের ধারণা একই ভেন্যুতে যেহেতু দ্বিতীয় ম্যাচে গড়াচ্ছে এখানকার উইকেট প্রথম ম্যাচের মতো ব্যাটিং স্বর্গ হবে। প্রথম টেস্টে টাইগার দলপতি মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

অন্যদিকে, লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নে এবং ধনজয়া ডি সিলভা সেঞ্চুরি দেখা পেয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে। দুই অধিনায়কই তাদের টেস্ট ক্যারিয়ারের ১১ তম সেঞ্চুরি তুলে নেন পাল্লেকেলে থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App