×

জাতীয়

করোনায় লকডাউন দীর্ঘ মেয়াদী সমাধান নয়: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ০৮:৩৭ পিএম

লকডাউন করোনা থেকে রক্ষা পওয়ার জন্য সমাধান হতে পারে না, এর জন্য সবার ভ্যাকসিন নেয়া জরুরি। একই সঙ্গে করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাচলের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভায় অনলাইনে যোগ দিয়ে এসব বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিনে দেয়ার চেষ্টা করেছি। ভ্যাকসিনটা আমরা মাঝপথে গিয়ে পাচ্ছি না। আমাদের সব টাকা-পয়সা দেয়া আছে, কিন্তু ভ্যাকসিন পাচ্ছি না, এটা আপনারা সবাই জানেন। এখন আমরা রাশিয়া ও চায়নার ভ্যাকসিন অনুমোদন দিয়েছি, যেন আমরা ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে যেতে পারি।

জাহিদ মালেক বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গবেষণার মাধ্যমে করোনা থেকে মুক্তির দীর্ঘতম সমাধানের উপায় খুঁজে বের করতে হবে।’

এ সময় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করবো। চিকিৎসার জন্য রোগীদের যাতে দেশের বাইরে যেতে না হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেজন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App