×

সারাদেশ

সন্তান তৃতীয় লিঙ্গে রূপান্তরিত হওয়ায় পরিবারকে গ্রাম ছাড়ার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ০৯:১০ পিএম

সন্তান তৃতীয় লিঙ্গে রূপান্তরিত হওয়ায় পরিবারকে গ্রাম ছাড়ার নির্দেশ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মনিরুল ইসলাম (২৭) নামের এক যুবক প্রাকৃতিকভাবে তৃতীয় লিঙ্গে রূপান্তরিত হয়েছেন। এজন্য তার পরিবারকে এক মাসের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছে গ্রামের প্রভাবশালীরা। ঘটনাটি ঘটে উপজেলার চর ঘাটিনা গ্রামে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এরপর পুলিশ দুই মাতব্বরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। তারা হলেন- চর ঘাটিনা গ্রামের মঞ্জু সরকার (৫২) ও মেছের আলী (৫৫)। মামলার অপর আসামিরা হলেন- মো. মহন সরকার, কবির সরকার, দুলাল, আশরাফুল ইসলাম, শাহেদ হাজী, মোহাম্মদ হাজী, আমজাদ হোসেন, আতিক রহমান, শাহজাহান ও অন্যন্যারা। মনিরুলের ভাই মজনু মিয়া অভিযোগ করেন, মনিরুল স্বাভাবিক ছেলে হিসেবে জন্মগ্রহণ করে। বয়স ১৫/১৬ বছর হওয়ার পর প্রাকৃতিকভাবেই আস্তে আস্তে তার শরীরে পরিবর্তন আসে। কয়েক বছরের ব্যবধানে সে তৃতীয় লিঙ্গে পরিণত হয়। এরপর সবার সঙ্গে তার আচার-আচরণ তৃতীয় লিঙ্গের মানুষের মতো হয়ে যায়। এতে ক্ষুব্ধ হন গ্রামের মাতব্বররা। তারা মনিরুলকে হিজড়াপল্লীতে গিয়ে থাকার নির্দেশনা দেন। মনিরুল ইসলাম জানান, তার লিঙ্গ পরিবর্তনের জন্য বাবা-মা দায়ী নন। তারা গ্রামে থাকবেন এবং তিনি (মনিরুল) গ্রাম থেকে অন্যত্র চলে যাবেন। কিন্তু তাতে মাতব্বররা রাজি হননি। এই কারণে তার ভাই মজনু মিয়াও মাতব্বরদের হাতে মার খেয়েছেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, অভিযোগ পাওয়ার পর দুই মাতব্বরকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মনিরুলের পরিবারের পূর্ণনিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App