×

বিনোদন

প্রিয়াঙ্কার বোন হয়েও ইন্ডাস্ট্রিতে সুবিধা পাইনি : মীরা চোপড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ০১:০৫ পিএম

প্রিয়াঙ্কার বোন হয়েও ইন্ডাস্ট্রিতে সুবিধা পাইনি : মীরা চোপড়া
প্রিয়াঙ্কার বোন হয়েও ইন্ডাস্ট্রিতে সুবিধা পাইনি : মীরা চোপড়া
দিদি গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ইন্ডাস্ট্রির কেরিয়ারে কোনো সাহায্য নেননি জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার ছোট বোন মীরা চোপড়া। ২০০৫ সালে তামিল ছবিতে ‘আনবে আরুএইরু’ ছবি দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন। ২০০৬ সালে ‘বাঙ্গারাম’ ছবি দিয়ে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু। বেশ কিছু বলিউড ছবিতে কাজ করেছেন মীরা। সে ছিলেন ১৯২০ লন্ডন ছবিতেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, বলিউডে তিনি প্রিয়াঙ্কার কোনো সাহায্য ছাড়াই এগিয়েছেন। নিজের স্ট্রাগেলের কথা ভাগ করে নিয়েছেন তিনি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যখন তিনি বলিউডে পা রেখেছেন গুঞ্জন তৈরি হয়েছিল তিনি প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন। যদিও ইন্ডাস্ট্রিতে তিনি নিজের চেষ্টায় এসেছিলেন। প্রিয়াঙ্কার বোন হওয়ার জন্য নাকি তিনি কোনো কাজই পাচ্ছিলেন না। যখন কোনো প্রযোজকের প্রয়োজন ছিল তাঁরা, প্রিয়াঙ্কার বোন হওয়ার জন্য কেউই তাঁকে কাস্ট করতে রাজি হয়নি। মীরা আরো বলেন, সত্যি বলতে ওর বোন হওয়ার জন্য আমার কেরিয়ারে অতিরিক্ত কোনো সাহায্য পাইনি। এমনকি লোকে আমাকে সিরিয়াসলিও নিত না। যেহেতু আমার পরিবারে কেউ সিনেমার সঙ্গে যুক্ত ছিল, তাই লোকে আমাকে হেলাফেলাও ভাবত না। এই সুবিধাটাই আমি পেয়েছিলাম শুধুমাত্র। নতুবা পুরোটাই আমাকে স্ট্রাগল করতে হয়েছিল। সত্যি বলতে কাজের পাশাপাশি আমার ছবিও ভাগ্যের সহায় বেরিয়ে যেত, আমাকে সেই দুটোর মধ্যে তুলনা করা হত না। বলিউডে ‘সেকশন ৩৭৫’ ছবিতে শেষবার মীরার দেখা মিলেছিল। ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় খান্না এবং রিচা চাড্ডা। গত বছর হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন, প্রিয়াঙ্কার দুই তুতো বোন ইন্ডাস্ট্রিতে রয়েছে- পরিণীতি এবং মান্নারা। যেখানে পরিণীতি একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন, মান্নারা সাউথ ইন্ডিয়ান ছবিতে বেশি কাজ করেছেন। দিদি গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ইন্ডাস্ট্রির কেরিয়ারে কোনো সাহায্য নেননি জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মীরা চোপড়া। ২০০৫ সালে তামিল ছবিতে ‘আনবে আরুএইরু’ ছবি দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন। ২০০৬ সালে ‘বাঙ্গারাম’ ছবি দিয়ে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু। বেশ কিছু বলিউড ছবিতে কাজ করেছেন মীরা, ছিলেন ‘১৯২০ লন্ডন’ ছবিতেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, বলিউডে তিনি প্রিয়াঙ্কার কোনো সাহায্য ছাড়াই এগিয়েছেন। নিজের স্ট্রাগেলের কথা ভাগ করে নিয়েছেন তিনি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যখন তিনি বলিউডে পা রেখেছেন গুঞ্জন তৈরি হয়েছিল তিনি প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন। যদিও ইন্ডাস্ট্রিতে তিনি নিজের চেষ্টায় এসেছিলেন। প্রিয়াঙ্কার বোন হওয়ার জন্য নাকি তিনি কোনো কাজই পাচ্ছিলেন না। যখন কোনো প্রযোজকের প্রয়োজন ছিল তাঁরা, প্রিয়াঙ্কার বোন হওয়ার জন্য কেউই তাঁকে কাস্ট করতে রাজি হয়নি। মীরা আরো বলেন, ‘সত্যি বলতে ওর বোন হওয়ার জন্য আমার কেরিয়ারে অতিরিক্ত কোনো সাহায্য পাইনি। এমনকি লোকে আমাকে সিরিয়াসলিও নিত না। যেহেতু আমার পরিবারে কেউ সিনেমার সঙ্গে যুক্ত ছিল, তাই লোকে আমাকে হেলাফেলাও ভাবত না। এই সুবিধাটাই আমি পেয়েছিলাম শুধুমাত্র। নতুবা পুরোটাই আমাকে স্ট্রাগল করতে হয়েছিল। সত্যি বলতে কাজের পাশাপাশি আমার ছবিও ভাগ্যের সহায় বেরিয়ে যেত, আমাকে সেই দুটোর মধ্যে তুলনা করা হত না’। বলিউডে ‘সেকশন ৩৭৫’ ছবিতে শেষবার মীরার দেখা মিলেছিল। ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় খান্না এবং রিচা চাড্ডা। গত বছর হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন, প্রিয়াঙ্কার দুই তুতো বোন ইন্ডাস্ট্রিতে রয়েছে- পরিণীতি এবং মান্নারা। যেখানে পরিণীতি একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন, মান্নারা সাউথ ইন্ডিয়ান ছবিতে বেশি কাজ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App