×

আন্তর্জাতিক

চাঁদে প্রথম পা রাখা নভোচারী মাইকেল কলিন্স আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১১:১০ পিএম

চাঁদে প্রথম পা রাখা নভোচারী মাইকেল কলিন্স আর নেই

মাইকেল কলিন্স

নাসার নভোচারী মাইকেল কলিন্স ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর বুধবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। কলিন্স ১৯৬৯ সালের জুলাইয়ে বিখ্যাত অ্যাপোলো ১১ মিশনে তিন ক্রু সদস্যের একজন হিসেবে চাঁদে পা রেখেছিলেন। খবর: বিবিসি, ফক্স নিউজ।

কলিন্সের পরিবার টুইটারে এক বিবৃতিতে লিখেছেন, আমাদের প্রিয় বাবা এবং পিতামহ আজ ক্যান্সারের সঙ্গে দুর্দান্ত লড়াই করে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তার শেষ দিনগুলো পরিবারের সঙ্গে শান্তিপূর্ণভাবে কাটিয়েছেন।

আরও লিখেছেন, কলিন্স সবসময়েই জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে ভালোবাসতেন, এর মধ্যে মহত্ব খুঁজে পেতেন। একইভাবে জীবনের শেষ দিকে ক্যান্সারের বিরুদ্ধেও চূড়ান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। আমরা তাকে কখনও ভুলবো না। আমরা জানি যে মাইক এক সাহসী ও চ্যালেঞ্জং জীবনযাপন করতে পেরে কত সৌভাগ্যবান মনে করতেন। আমরা তার এমন গৌরবময় জীবনের জন্য শোক নয়,  বরং উদযাপন করবো এমনটাই তার ইচ্ছে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক বিবৃতিতে জানায়, কলিন্সের মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোক জানাচ্ছে।  নাসা তাকে হারিয়ে গভীর শোকাহত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App