×

পুরনো খবর

রাবির বধ্যভূমিতে যুদ্ধকালীন মর্টার শেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ০২:৫৭ পিএম

রাবির বধ্যভূমিতে যুদ্ধকালীন মর্টার শেল

গোল চিহ্নিত মর্টার সেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমির পাশ থেকে যুদ্ধকালীন একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে র‌্যাব-৫ এর একটি টিম মর্টার শেলটি উদ্ধার করে।

জানা গেছে, রাবিতে পুকুর খনন করার সময় পুকুরের মাটি তুলতে গিয়ে এক শ্রমিক মর্টার শেল সদৃশ একটি বস্তু দেখতে পান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটিকে যুদ্ধকালীন মর্টার শেল বলে চিহ্নিত করে এবং র‌্যাবকে খবর দেয়। পরে র‌্যাবের একটি দল বিশ্ববিদ্যালয়ে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে।

র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানান, রাবির বধ্যভূমির পাশেই শহীদ ড. শামসুজ্জোহা হলে পাক হানাদার বাহিনীর ক্যাম্প ছিলো। ফলে ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ের। তবে মর্টার শেলটি তাজা নাকি নিষ্কৃয় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকার বোমা নিষ্কৃয়কারী দলকে খবর দেয়া হয়েছে। ওই টিম পৌঁছলেই মর্টার শেলটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App