×

পুরনো খবর

মঙ্গলের আকাশে নয়া সাফল্যের নজির নাসার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১১:১১ এএম

মঙ্গলের আকাশে নয়া সাফল্যের নজির নাসার

নাসার তৈরি মিনি হেলিকপ্টার ইনজেনুইটি নিজের তৃতীয় উড়ানে গতির নয়া রেকর্ড গড়ল

মঙ্গলের আকাশে নয়া সাফল্যের নজির গড়লো মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। নাসার তৈরি মিনি হেলিকপ্টার ইনজেনুইটি নিজের তৃতীয় উড়ানে গতির নয়া রেকর্ড গড়ল। লাল গ্রহের লাল মাটিতে ধুলো উড়িয়ে প্রবল বেগে তৃতীয়বার ভেসে উঠল নাসার তৈরি খুদে হেলিকপ্টার। জানা গেছে ৪.৫ মাইল প্রতি ঘণ্টা বা ২ মিটার প্রতি সেকেন্ডের বেগে উড়ল ইনজেনুইটি। খবর হিন্দুস্তান টাইমসের।

উল্লেখ্য, ইনজেনুইটির মাধ্যমে এই প্রথম পৃথিবীর বাইরে কোন গ্রহে সফলভাবে হেলিকপ্টার চালাতে সক্ষম হয়েছে মানুষ। মঙ্গলে যে হেলিকপ্টারটি নাসার বিজ্ঞানীরা উড়িয়েছেন, সেটি আমাদের চেনা হেলিকপ্টারের থেকে দেখতে আলাদা। আকারেও সেটি সাধারণ হেলিকপ্টারের থেকে অনেকটাই ছোট। আদতে মঙ্গলের জন্য তৈরি এই হেলিকপ্টার দেখতে অনেকটা ড্রোনের মতো। ওজন মাত্র ১ কিলো ৮০০ গ্রাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App