×

বিনোদন

শাপলা হাতে গ্রামের মেয়ে জয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১০:০৮ পিএম

শাপলা হাতে গ্রামের মেয়ে জয়া

লাল শাপলা হাতে জয়া

শাপলা হাতে গ্রামের মেয়ে জয়া

করোনার কালো মেঘ বাংলাদেশের আকাশেও। নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়েও চারদিকে বিষণ্ণতা এবং মৃত্যুর কথা মনে পড়ে গেল অভিনেত্রী জয়া আহসানের। তবে অতিমারিকে হারিয়ে জিতবে প্রাণশক্তি। এমন বিশ্বাসই তার মনে।

এমন সময় প্রকৃতির মধ্যে শান্তি খুঁজে পাচ্ছেন জয়া। একগুচ্ছ গোলাপি শাপলায় খুঁজে নিয়েছেন অনেকটা আনন্দ। শাপলাগুলোকে নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন জয়া। জয়ার ছবিটা দেখেই মনে হচ্ছে, এ কোনো পর্দার নায়িকা নয়। এক্কেবারে ঘরের মেয়ে। সাদামাটা মেকাপহীন চেহারায় পরনে সবুজ রঙা শাড়ি। চুলগুলো এসে জড়ো হয়েছে সাদামাটা বিনুনিতে। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন কবি বিনয় মজুমদারের ‘সাপলা’ নিয়ে লেখা একটি কবিতা।

অতি সাধারণ এই সাজেও এক চিলতে হাসিতে উজ্জ্বল অভিনেত্রী। ছবির কমেন্ট বক্সে ভক্তরা নানা মন্তব্যে ভালোবাসা জানাচ্ছে জয়াকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App