×

পুরনো খবর

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক এএমএম সফিউল্লাহ মারা গেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১০:২১ এএম

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক এএমএম সফিউল্লাহ মারা গেছেন

সাবেক উপাচার্য অধ্যাপক এএমএম সফিউল্লাহ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এএমএম সফিউল্লাহ। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুয়েটের প্রাক্তন ভিসি এ. এম. এম. সফিউল্লাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

এক শোকবার্তায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, বুয়েট এবং আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে এ. এম. এম. সফিউল্লাহ অসামান্য অবদান রেখেছেন।

তিনি বাংলাদেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত অবকাঠামো নির্মাণ বিষয়ে এক্সপার্ট প্যানেলের প্রধান হিসেবে প্রকল্পের কাজে সহায়তা করছিলেন। মন্ত্রী অধ্যাপক সফিউল্লাহ এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App