×

জাতীয়

এবার হবিগঞ্জের হাওরে ধান কেটে দিচ্ছেন কেন্দ্রীয় কৃষক লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০২:০০ পিএম

এবার হবিগঞ্জের হাওরে ধান কেটে দিচ্ছেন কেন্দ্রীয় কৃষক লীগ

ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও কৃষক লীগের সাংগঠনিক নেত্রী কৃষকরত্ন শেখ হাসিনা’র নির্দেশে সারাদেশে কৃষকদের ধান কেটে দেয়া কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে ১ একর জমির ধান কেটে দিয়েছে কৃষক লীগের কেন্দ্রীয়, জেলা-উপজেলার নেতারা। রোববার (২৫ এপ্রিল) সকালে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি’র নেতৃত্বে হবিগঞ্জ জেলার কালারডোবা, বড়হাপাড়া হাওরের কৃষক মো. আবিদ মিয়ার ধান কেটে দেয়া হয়।

এ সময় বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষকরত্ন শেখ হাসিনা’র নির্দেশে সারাদেশে ধানকাটা কর্মসূচি আজ কৃষক লীগ ধানকাটা উৎসবে পরিণত করছে। বাংলাদেশ কৃষক লীগের নেতা কর্মীরা কৃষকের ধান কাটছে, সেই ধান মাড়াই ঝাড়াই শেষে মাথায় করে কৃষকের গোলায় তুলে দিচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকের পাশে থেকে কৃষকের জন্য সুখে-দুঃখে কৃষক লীগের নেতাকর্মীরা কাজ করবে এমন কৃষক লীগই দেখতে চেয়েছিলেন।

কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক নেত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে সারাদেশের কৃষক লীগের নেতৃবৃন্দ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কৃষকদের ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছে। কৃষক লীগের এই ধান কাটা কর্মসূচি পুরো মৌসুম জুড়ে অব্যাহত থাকবে।

এ সময় বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি দেওয়ান জয়নুল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, এ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন সম্পাদক এ্যাড. জহির উদ্দিন লিমন, হবিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বেনু প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App