×

আন্তর্জাতিক

৫৯২ কোটি টাকায় ব্রিটেনের পার্ক কিনে নিলেন মুকেশ আম্বানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১২:২৬ পিএম

৫৯২ কোটি টাকায় ব্রিটেনের পার্ক কিনে নিলেন মুকেশ আম্বানি

কোম্পানি স্টোক পার্ককে ৫৯২ কোটি টাকায় কিনে নিলেন আম্বানি

ব্রিটেনের কোম্পানি স্টোক পার্ককে ৫৯২ কোটি টাকার বিনিময়ে কিনে নিলেন মুকেশ অম্বানি। ব্রিটেনের আইকনিক কান্ট্রি ক্লাব এবং বিলাস বহুল গল্ফ রিসোর্টের মালিক এবার এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ অম্বানি। যুক্তরাজ্যের বাকিংহামশায়ারে বিলাস বহুল হোটেল এবং গলফ কোর্স রিলায়েন্স এর কনজিউমার এন্ড হসপিটালিটি সম্পদে যুক্ত হল বলে বৃহস্পতিবার জানিয়েছে সংস্থাটি। খবর জি টুয়েন্টি ফোরের।

৩০০ একরের ব্রিটিশ কান্ট্রি ক্লাব এর ভেতরে বিলাসবহুল হোটেল, কনফারেন্স সুবিধা থেকে খেলাধুলার সুবিধা এবং ইউরোপের অন্যতম বৃহৎ গল্ফ কোর্স রয়েছে। উল্লেখযোগ্য যেটি, জেমস বন্ডের দুটি ছবি গোল্ড ফিঙ্গার (১৯৬৪) ও টুমোর নেভার ডাইজ (১৯৯৭) এই দুটি ছবির শুটিং স্টোক পার্কেই হয়েছিল। স্টোক পার্কে ৪৯টি বিলাস বহুল বেডরুম, ২৭ গর্তের গলফ কোর্স এছাড়াও ১৩টি টেনিস কোর্ট এবং ১৪ একর বাগান রয়েছে। ১৯০৮ সাল পর্যন্ত ব্যক্তিগত আবাস হিসেবে ব্যবহার করা হতো স্টোক পার্ককে।

তবে এই প্রথম নয়। ২০১৩ সালে ব্রিটিশ কোম্পানি অন্যতম বৃহৎ খেলনা প্রস্তুতকারক হ্যামলেস কিনে নিয়েছিলেন মুকেশ অম্বানি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App