×

খেলা

সেঞ্চুরি তুলে নিলেন ডি সিলভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০২:০৪ পিএম

সেঞ্চুরি তুলে নিলেন ডি সিলভা

টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তুলে নিয়ে ডি সিলভা করুনারত্নের সঙ্গে করমর্দন করেন

পাল্লেকেলে স্টেডিয়ামে শনিবার (২৪ এপ্রিল) চতুর্থ দিন সকালে ব্যাট হাতে শুরুটা ভালই করেছে লঙ্কান ক্রিকেটাররা। এমনকি শ্রীলংকার  অধিনায়ক দিমুথ করুণারত্নে সেঞ্চুরি তুলে নেওয়ার পর মধ্যাহ্ন বিরতির শেষে ধনাঞ্জয়া ডি সিলভাও সেঞ্চুরি তুলে নিয়েছেন। এটি টেস্ট ক্যারিয়ারে তার সপ্তম সেঞ্চুরি। ডি সিলভা ১৫৩ বল খেলে ১৪টি চারের সাহায্যে ১০২ রান পূর্ণ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ৩৬৭ রান। বাংলাদেশের চেয়ে এখনো ১৭৩ রান পিছিয়ে আছে স্বাগতিকরা। উইকেটে অধিনায়ক করুনারত্নে ১৪৩ এবং ডি সিলভা ১০৩ রান নিয়ে অপরাজিত আছেন। তাছাড়া ক্যান্ডি টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের পুরোটাই এখন শ্রীলংকার দখলে। আর মধ্যাহ্ন বিরতির আগে উইকেট শূন্য বাংলাদেশ। টাইগার বোলার তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজ ও তাসকিনদের ওপর ছড়ি ঘুরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিকরা।

এর আগে বাংলাদেশের ৫৪১ রানে ইনিংস ঘোষণার পর তৃতীয় দিনটা ৩ উইকেটে  ২২৯ রানে শেষ টানে লঙ্কান ব্যাটাররা। আর চতুর্থ দিনে ৩১২ রানে পিছিয়ে থেকে শুরু করে করুনারত্নে ও ডি সিলভা। এমনকি আজ চতুর্থ দিনে এসে নিজের শতক তুলে নেন করুণারত্নে। ইনিংসের ৮৬তম ওভারে তাসকিনের করা ৩য় বলে করুণারত্নে ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। শতক ছুঁতে করুণারত্নে খেলেন ২৪৮টি বল। এটি টেস্ট ক্যারিয়ারে তার ১১তম সেঞ্চুরি। আর টাইগারদের বিপক্ষে প্রথম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App