×

আন্তর্জাতিক

বিশ্বে টিকা উৎপাদনকারী ১৪ দেশের ৬টি এশিয়ায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০৬:৩৩ পিএম

বিশ্বে বর্তমানে করোনার টিকা উৎপাদন হচ্ছে ১৪ দেশে। এর মধ্যে এশিয়ার ৬টি দেশ রয়েছে। ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট, দক্ষিণ কোরিয়ার এসকে বায়োসায়েন্স, জাপানের দাইচি সানকায়ো, চীনের কাংটাই বায়ো, রাশিয়ার আর-ফার্ম এবং ভারতের সিয়াম বায়োসোয়েন্স।

অস্ট্রেলিয়ার সিএসএল টিকা তৈরি করছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানির আইডিটি বায়োলজিকা, নেদারল্যান্ডসের হ্যালিক্স, বি. ভি., যুক্তরাজ্যের অক্সফোর্ড-বায়োমেডিকা তৈরি করছে করোনার টিকা।

উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রের তিন প্রতিষ্ঠানে টিকা উৎপাদন হচ্ছে। এগুলো হলো- ক্যাটালেন্ট, ইমার্জেন্ট বায়োসলিউশনস এবং কোবরা বায়োলজিকস।

টিকা তৈরি হয় আফ্রিকার দেশ ব্রাজিলেও। দেশটির করোনা টিকা উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান ফিউক্রাজ।

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে ধনকুবের কার্লোস স্লিমের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ফাউন্ডেশন অব মেক্সিকো টিকা তৈরি করছে। আর আর্জেন্টিনার ​ম্যাবজিয়েন্সও টিকা উৎপাদন করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App