×

আন্তর্জাতিক

প্রয়োজন ছাড়া ভারতে যাতায়াত বন্ধের সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০৯:১২ পিএম

প্রয়োজন ছাড়া ভারতে যাতায়াত বন্ধের সুপারিশ

ফাইল ছবি

করোনার দ্বিতীয় ঢেউতে ভয়াবহ অবস্থা গোটা ভারতের। একদিকে যেমন বেড়ে চলেছে করোনা সংক্রমণ, তেমনই গোটা দেশ জুড়ে অক্সিজেন, হাসপাতালের বেড ও ওষুধের ঘাটতিতে চারদিকে হাহাকার পড়ে গিয়েছে। তাই অতি জরুরি প্রয়োজন ছাড়া ভারতের সঙ্গে যাতায়াত বন্ধ করা দরকার বলে জানিয়েছেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা। তিনি জানান, জাতীয় কমিটি এ নিয়ে আলোচনা করেছে। দ্রুতই সরকারকে তারা এ সুপারিশ করবেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এখনও এই ভ্যারিয়েন্ট রিপোর্টেড হয়নি। কিন্তু যেহেতু ভারত একেবারেই কাছের দেশ, বর্ডারগুলোও সীমিতভাবে চালু রয়েছে, স্থলবন্দর দিয়ে যাতায়াতও রয়েছে, তাই দেশে এই ভ্যারিয়েন্ট আসতে বেশি দেরি লাগবে না। এসে পড়লে পরিস্থিতি ভয়ানক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App