×

সারাদেশ

চৌদ্দগ্রামে বিদেশী নাগরিকসহ জাল ডলার তৈরির পাঁচ সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০৩:৩২ পিএম

চৌদ্দগ্রামে বিদেশী নাগরিকসহ জাল ডলার তৈরির পাঁচ সদস্য গ্রেপ্তার

জাল ডলার তৈরির প্রতারক চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

চৌদ্দগ্রামে বিদেশী নাগরিকসহ জাল ডলার তৈরির পাঁচ সদস্য গ্রেপ্তার

জাল ডলার তৈরির প্রতারক চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি: ভোরের কাগজ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘাসিগ্রাম থেকে জাল ডলার তৈরির প্রতারক চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এদের মধ্যে একজন বিদেশী নাগরিক রয়েছেন। তার নাম জোসেফ (৪১)। তিনি গিনির নাগরিক বলে জানা গেছে। এছাড়া বাকি চারজন হলেন, ঘাসিগ্রাম এলাকার বাসিন্দা ওদুদ সরকার (৪০), বেলায়েত হোসেন (২৮), বাউল আলামিন দেওয়ান (২৮) ও আলী আশরাফ মিয়া (৩৫)।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা -এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, শুক্রবার রাতে ঘাসিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে জাল ডলার তৈরির সরঞ্জামসহ ওই পাঁচজন প্রতারক চক্রের সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে জাল ডলার তৈরি করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App