×

জাতীয়

করোনায় মৃত্যু আরও ৮৩, কমেছে শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০৪:০৮ পিএম

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৫২ জন। এছাড়া নতুন করে রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৬৯৭ জন। ফলে করোনায় মোট শনাক্ত ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৯৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। সপ্তাহ ব্যবধানে মৃত্যু বৃদ্ধি পেয়েছে সাত দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত হ্রাস পেয়েছে ২৫ দশমিক ২৪ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫০টি ল্যাবে ২০ হাজার ৫৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৩ লাখ ২৩ হাজার ৫৭৯টি নমুনা। এদিকে, করোনা ভাইরাসে সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৪৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন। শুক্রবার (২৩ এপ্রিল) দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৮৮ জন এবং নতুন করে রোগী শনাক্ত হয় ৩ হাজার ৬২৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App