×

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে হিমবাহ ধসে নিহত অন্তত ৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০৪:৫৮ পিএম

উত্তরাখণ্ডে হিমবাহ ধসে নিহত অন্তত ৮

ফাইল ছবি

উত্তরাখণ্ডে ভারত-চীন সীমান্তের কাছে হিমবাহ ধসের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় চামোলি জেলার জোশিমঠ সেক্টরের সুমনা এলাকায় এ ধসের পর ৩৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

শনিবার (২৪ এপ্রিল) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে। যাদের জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ছয়জনের অবস্থা সঙ্কটাপন্ন।

উত্তরাখণ্ড রাজ্যের এক কর্মকর্তাও এসব তথ্য নিশ্চিত করেন।

তুমুল তুষারপাতের কারণে ওই এলাকার বেশকিছু সড়ক বন্ধ হয়ে গেছে। যোগাযোগ নেটওয়ার্ক সচলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে টুইটারে জানান রাজ্য মুখ্যমন্ত্রী তিরাথ সিং রাওয়াত।

চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে সৃষ্ট ধস ও বন্যা দুইশর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল; ভাসিয়ে নিয়েছিল দুটি জলবিদ্যুৎ প্রকল্পও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App