×

আন্তর্জাতিক

রোনালদোকে দলে ফেরাতে তোড়জোড় ম্যানচেস্টার ইউনাইটেড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১১:১৪ পিএম

চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই ছিটকে গিয়েছেন। প্রায় হাতছাড়া সিরি-এ খেতাবও। মরশুমটা মোটেও দলগতভাবে ভালো কাটছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাঠের বাইরে নানা সমস্যায় জর্জরিত জুভেন্তাসে অনিশ্চিত তাঁর ভবিষৎও। এমন অবস্থায় পর্তুগীজ তারকাকে দলে পেতে হাত বাড়াল প্রাক্তন দল ম্যানচেস্টার ইউনাইটেড। খবর হিন্দুস্তান টাইমসের।

আটালান্টার কাছে হেরে খেতাবের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ে লিগ তালিকায় চার নম্বরে জুভে। পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার কোনও নিশ্চয়তা নেই। বারংবার মাঠেই নিজের হতাশা উগড়ে দিয়েছেন রোনালদো। এই সুযোগ কাজে লাগাতে আগ্রহী ইউনাইটেড রোনালদোর এজেন্টের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আর্থিক সমস্যায় জর্জরিত রেকর্ড ইতালিয়ান চ্যাম্পিয়নরা তাদের খরচ কমাতে আগ্রহী। রোনালদোর বার্ষিক বেতন তুরিনের ক্লাবের ফুটবালদের মধ্যে স্বাভাবিকভাবেই সর্বাধিক। তাই ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে অংশগ্রহণ না করতে পারলে পর্তুগীজকে দলে ধরে রাখা একপ্রকার প্রায় অসম্ভব হয়ে যাবে।

ওল্ড ট্রাফোর্ডেই উত্থান শুরু তারকা রোনাল্ডোর। সেখানে ২৯২টি ম্যাচ খেলে ১১৮টি গোল ও ৬৯টি অ্যাসিস্ট করেন তিনি। রোনাল্ডোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ ২০২২ সালে। তবে পরের মরশুমে ফ্রি'তে তাঁকে হারানোর ভয় এড়াতে এ মরশুমের শেষে মাত্র ২৬ মিলিয়ন পাউন্ডে (ভারতীয় মুদ্রায় প্রায় ২৭০ কোটি টাকা) তাঁকে ছেড়ে দিতে পারে জুভে। কিন্ত তাঁর বিশাল ২৭ মিলিয়ন পাউন্ড বেতন দেওয়া রেড ডেভিলসদের পক্ষে সম্ভব নয় এবং খবর অনুযায়ী নিজের বেতন কমাতে খুব একটা আগ্রাহী নন ৩৬ বছর বয়সী তারকা ফরোয়ার্ড। কিন্তু ইউনাইটেড একা নয়, বিগত কয়েক মাস ধরে তাঁর অপর প্রাক্তন দল রিয়ালে ফেরা নিয়েও জল্পনা তুঙ্গে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App