×

চিত্র বিচিত্র

মাস্ক কেনার টাকা নেই, বাবুই পাখির বাসা মুখে দিয়ে অফিসে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ০৯:০৮ এএম

মাস্ক কেনার টাকা নেই, বাবুই পাখির বাসা মুখে দিয়ে অফিসে

এক পশুপালক সরকারি অফিসে এলেন মুখে বাবুই পাখির বাসা লাগিয়ে, তার মাস্ক কেনার টাকা ছিলনা।

মহামারিরকালে এই পৃথিবী যেন এক কাল্পনিক জগৎ -এ রুপ নিচ্ছে। অভূতপূর্ব, অনভিপ্রেত অনেক কিছুই আমাদের দৃষ্টি গোচরে আসছে। ভারতের তেলঙ্গনায় এক পশুপালক সরকারি অফিসে এলেন মুখে বাবুই পাখির বাসা লাগিয়ে, তার মাস্ক কেনার টাকা ছিল না বলে। সমগ্র ভারতজুড়ে সংক্রমণ বৃদ্ধির ফলে বিধি নিষেধ কঠোর হয়েছে প্রায় সব রাজ্যেই। এই তেলঙ্গনাতেই মাস্ক না পরে রাস্তায় বাহির হলে ১০০০ টাকা জরিমানা। মেহবুবনগর জেলার চিন্নামুনুগাল এলাকার বাসিন্দা মেকালা কুরমাইয়া অতি দরিদ্র এক পশুপালক। মাস্ক কেনার টাকা নেই তার। কিন্তু মাস্ক ছাড়া সরকারি অফিসে প্রবেশ করতে দেওয়া হবে না তা ঠিকই জানেন মেকালা। তাই নিজেই বানালেন মুখাবরণী। ঠিক বানানো নয়, বাবুই পাখির বাসা মুখে লাগিয়ে এলেন তিনি। খবর আজকালের। মেকালার বাবুই পাখির বাসা পরিহিত ছবিটি এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেই সঙ্গে দাবি উঠেছে, যারা মাস্ক কিনতে অসমর্থ, তাদের জন্য সরকারি অফিসে মাস্কের ব্যবস্থা রাখা হোক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App