×

জাতীয়

বাইডেনের জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ০২:০০ পিএম

বাইডেনের জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন আজ

ভার্চুয়াল সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সভাপতিত্বে ভার্চুয়াল জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনের প্রথম পর্যায়ের সম্মেলন শুরু হবে সন্ধ্যা ৬টায় ও দ্বিতীয় পর্যায়ে শুরু হবে সন্ধ্যা সোয়া ৭টায়।

এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রথম দিন। এদিন ৪০টি দেশের নেতারা যোগ দেন। তারা সম্মেলনে জলবায়ু সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিশ্বনেতাদের কিছু পরামর্শও দেন। এক ভিডিও বার্তায় সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানো, জলবায়ুর ক্ষতি প্রশমন ও পুর্নবাসনে বার্ষিক ১০০ বিলিয়ন ডলার ফান্ড নিশ্চিত করা এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে বেশি মনোযোগী হওয়াসহ চারটি পরামর্শ বিশ্ব নেতাদের সামনে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী।

বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের কম রাখতে কার্বন নিঃসরণ কমাতে উন্নত দেশগুলোকে তাৎক্ষণিক ও উচ্চবিলাসী অ্যাকশন প্ল্যান নেওয়া এবং উন্নয়নশীল দেশগুলোকেও প্রশমন ব্যবস্থার দিকে মনোযোগী হওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App