×

জাতীয়

অনুদান নয়, চট্টগ্রামে নিজেদের হাসপাতালে রোগী চায় বিদ্যানন্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১০:৫৩ পিএম

অনুদান নয়, চট্টগ্রামে নিজেদের হাসপাতালে রোগী চায় বিদ্যানন্দ

সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে রোগী দেখছেন চিকিৎসকরা।

চট্টগ্রামের পাহাড়তলিতে নিজেদের হাসপাতালের জন্য রোগী পাঠানোর আহ্বান জানিয়েছে বিদ্যানন্দ। দাতব্য সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে এই আকুল আবেদন জানিয়েছে।

সংগঠনটি তাদের পোস্টে লিখেছে, ‘শেয়ার ভিক্ষা চাই। অনুদান চাই না, চিকিৎসা জন্য রোগী পাঠান আমাদের হাসপাতালে। হাজার রোগীর চাপে সরকারী হাসপাতালে পা ফেলার জায়গা নেই, মেঝেতেও স্থান নিচ্ছেন রোগীরা। অন্যদিকে অনেক সুবিধা নিয়েও অর্ধেক পূর্ণ হয় নি সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল। বিনামূল্যে চিকিৎসা, কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা, এ্যাম্বুলেন্স সার্ভিস, মেডিক্যাল টেস্ট কিংবা খাবার-ঔষধের সুবিধার পরও ৬০% ক্যাপাসিটিতে যেতে পারি নি। এভাবে অবকাঠামো অব্যবহৃত রয়ে গেছে দেখে দায়িত্বরত ডাক্তাররা আফসোস করেন, আবেদন করেছেন প্রচারণার। আমরা অপেক্ষায় রইলাম আপনার সাড়ার, প্লিজ একবার শেয়ার চাই আপনার।’

পোস্টে হাসপাতালের ঠিকানাও জানানো হয়েছে । তা হলো- বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল, বনিক পাড়া, সাগরিকা রোড, পাহাড়তলী, চট্টগ্রাম। মোবাইল - ০১৮৭৮১১৬২৩৫।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App