×

সারাদেশ

ত্রাণের দাবিতে বাস-মিনিবাস শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৬:১৬ পিএম

ত্রাণের দাবিতে বাস-মিনিবাস শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

করোনা পরিস্থিতিতে ত্রাণের দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরার বাস-মিনিবাস শ্রমিক-কর্মচারীরা। ছবি: ভোরের কাগজ

ত্রাণের দাবিতে বাস-মিনিবাস শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

করোনা পরিস্থিতিতে ত্রাণের দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরার বাস-মিনিবাস শ্রমিক-কর্মচারীরা

করোনা সংক্রমন রোধে সারা দেশে লক ডাউনে বাস মিনিবাস চলাচল বন্ধ থাকায় ভীষণ অসুবিধায় পড়েছেন বাস মিনিবাস শ্রমিকরা। বৃহষ্পতিবার (২২ এপ্রিল) এমন মানবেতর পরিস্থিতিতে ত্রাণের দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরার বাস-মিনিবাস শ্রমিক-কর্মচারীরা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শ্রমিক নেতা শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শেখ মাখছুর রহমান, মীর মনিরুজ্জামান মনি, আক্তারুজ্জামান মহব্বত, জুলফিকার হোসেন সবুজ, সাইফুল ইসলাম, সঞ্জয় দাশ, সনাতন শীল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার বাস-মিনিবাস শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। টানা ১৭ দিন গাড়ি বন্ধ থাকলেও এখনো পর্যন্ত তাদের পাশে দাঁড়ায়নি কেউ। এতে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের।

বক্তারা শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের দাবি জানান। একই সঙ্গে তারা ত্রাণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের (ডিসি) দৃষ্টি আকর্ষণ করেন।

শ্রমিকরা বলেন, বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে, দ্রুত ত্রাণ সহায়তা না পেলে করোনায় না হলেও অনাহারে সকলে মারা যাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App