×

জাতীয়

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে করোনা রোগী ভর্তি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৪:২৫ পিএম

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে করোনা রোগী ভর্তি শুরু

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক কোভিড-১৯ বৈশ্বিক মহামারিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হৃদরোগ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা অব্যহত রেখে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আলাদা পরিসরে তিনটি কোভিড ওয়ার্ড, আইসোলেশন ওর্য়াড ও আইসিউ সুবিধাসহ করোনা রোগী ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ যে, কোভিড এবং নন-কোভিড সকল রোগীর জন্য পৃথক পৃথক ব্যবস্থাপনায় এনজিও গ্রাম, এনজিও প্লাস্টি, পেসমেকার সংযোজন, কার্ডিয়াক সার্জারী এবং ভাসকুলার সার্জারীসহ হাসপাতালের অন্তবিভাগ, বহি:বিভাগ ও জরুরী চিকিৎসাসেবা অব্যহত থাকবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

তিনি আরো বলেন, গতকাল থেকে আমাদের ভর্তির কায শুরু হলেও আজ পর্যন্ত করোনা রোগী ভর্তি হয়েছে ২১ জন। রোগীর সংখ্যা জানতে চাইলে পরিচালক ভোরের কাগজকে বলেন আমাদের কোভিড রোগির আসন ব্যবস্থা আছে ২'শ জন।আমাদের আইসিউর ব্যবস্থা রয়েছে ৬টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App