×

জাতীয়

চট্টগ্রামের ১৬ থানায় চালু হচ্ছে অক্সিজেন ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১১:২৭ এএম

চট্টগ্রামের ১৬ থানায় চালু হচ্ছে অক্সিজেন ব্যাংক

অক্সিজেন ব্যাংক।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের চাহিদা পূরণে চট্টগ্রামের ১৬টি থানায় চালু হতে যাচ্ছে অক্সিজেন ব্যাংক। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে এ অক্সিজেন ব্যাংক চালু হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা এডিসি শাহ মো আবদুর রউফ জানান, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের উদ্যোগে প্রতিটি থানায় অক্সিজেন ব্যাংক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সব থানায় নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি জানান, করোনা আক্রান্ত যে কোনো ব্যক্তির জরুরি প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে নগরীর যে কোনো থানা থেকে অক্সিজেন সরবরাহ করা হবে। অক্সিজেন শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে সিলিন্ডার প্রয়োজন মতো রিফিল করারও সুযোগ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App