×

খেলা

আলো স্বল্পতায় খেলা বন্ধ, বাংলাদেশ ৪৭৪/৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৪:৫৬ পিএম

আলো স্বল্পতায় খেলা বন্ধ, বাংলাদেশ ৪৭৪/৪
আলো স্বল্পতায় খেলা বন্ধ, বাংলাদেশ ৪৭৪/৪

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন আজ। ব্যাট হাতে বেশ দাপটে লড়াই করেছে টাইগার ব্যাটসম্যানরা। কিন্তু আলোর স্বল্পতার কারণে এখন আপাতত খেলা বন্ধ। কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছিল। বৃষ্টি থামার পর মাঠে নামে দু'দল। লঙ্কান বোলারদের বিপক্ষে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। কিন্তু আলো স্বল্পতার জন্য খেলতে অসুবিধা হলে, আম্পায়ার তা পর্যবেক্ষণ করে আপাতত খেলা বন্ধ ঘোষণা করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৭৪রান। উইকেটে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ৪৩ ও লিটন দাস ২৫ রানে।

এর আগে দ্বিতীয় সেশনে দুই সেঞ্চুরিয়ান কে হারিয়েছে বাংলাদেশ। মধ্যাহ্নবিরতির পর লঙ্কান বলার লাহিরু কুমারা বলে সাজঘরে ফিরেন শান্ত । তিনি ৩৭৮ বল মোকাবেলা করে ১৭ টি চার ও ১ ছক্কার সাহায্যে ১৬৩ রান করেন। এরপর চতুর্থ উইকেটে ৩০ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেছেন মমিনুল। ধনঞ্জয় ডি সিলভার আলগা ডেলিভারি টি শরীরের বাইরে থেকেই খেলতে চেয়ে ছিলেন টাইগার অধিনায়ক। কিন্তু বল ব্যাটে লেগে চলে যায় প্রথম স্লিপে। ১২৭ রানে থামে মমিনুলের ক্যারিয়ারের এগারতম এবং বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরী ইনিংসটি। বাঁহাতি এই ব্যাটসম্যান ৩০৪ বল মোকাবেলা করে ১১ টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App