×

জাতীয়

হেফাজতের ১৬ মামলার দায়িত্ব পেয়েছে পিবিআই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০২:৩২ পিএম

হেফাজতের ১৬ মামলার দায়িত্ব পেয়েছে পিবিআই

পিবিআই

হেফাজতের ১৬ মামলার দায়িত্ব পেয়েছে পিবিআই

হেফাজতের সহিংসতা।

মামুনুল হকের রয়েল রিসোর্টে কাণ্ড এবং দেশের বিভিন্ন জায়গায় হরতাল ও সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় ১৬টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই।

বৃহস্পতিবার (২২এপ্রিল) পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বনজ কুমার বলেন, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন সময় হওয়া ১৬টি মামলা তদন্ত করবে পিবিআই।

এদিকে ২০১৩ সালের ৫ মে ধ্বংসাত্মক নৈরাজ্যের ঘটনায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সামপ্রতিক সময়ে সহিংসতার মামলায় প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে হেফাজতের শীর্ষ নেতাদের। গ্রেপ্তারকৃতদের দেওয়া হচ্ছে বিভিন্ন মেয়াদে রিমান্ড। আর এই রিমান্ডে নতুন নতুন তথ্য বের হয়ে আসছে গোয়েন্দা পুলিশের কাছে।

এর মধ্যে সম্প্রতি সবচেয়ে আলোচনায় এসেছে মামুনুল হকের রিসোর্ট  কাণ্ড। নারী কেলেঙ্কারির পর বের হয়ে আসছে তার অপকর্মের নানা তথ্য। মামুনুল হককে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে সাত দিনের রিমান্ডে। তাকে প্রধান আসামি করে নারায়ণগেঞ্জে দায়ের করা হয়েছে তিনটি মামলা। এছাড়া মোদি আসার দিন সংঘটিত সহিংসতায় তাকে হুকুমের আসামি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App