নাগরপুরে মোবাইল কোর্টে বালুখেকোদের হামলা, এসিল্যান্ড লাঞ্ছিত

আগের সংবাদ

‘চাপ নেই’ প্রমাণ করলেন মুমিনুল

পরের সংবাদ

‘সময়ের চাহিদা পূরণে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে’

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১ , ৯:২১ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২২, ২০২১ , ৯:২১ অপরাহ্ণ

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে সকল প্রতিষ্ঠানসমূহের আইনগুলোকে সময়ের চাহিদা পূরণের জন্য সংশোধন করার উদ্যোগ নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাজধানীর সরকারি বাসভবন মিন্টু রোড থেকে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে দেশের সকল জেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেনসহ বিশ্বের অনেক দেশ সময়ের প্রেক্ষিতে এবং জনমানুষের শান্তিকামনায় নতুন নতুন আইন প্রবর্তন এবং আগের আইনগুলোকে সংস্কার ও পরিবর্তন করেছে। আমাদের দেশের আর্থ-সামাজিক অবস্থা, বর্তমান প্রেক্ষাপটসহ সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আইনগুলোকে সময় উপযোগী এবং শক্তিশালী করতে কিছু সংস্কার ও পরিবর্তন প্রয়োজন। এ লক্ষ্যে তার মন্ত্রণালয় বেশ কিছু উদ্যোগ নিচ্ছে।

তিনি আরও বলেন, যত বড়ই দুর্যোগ আসুক না কেন, সরকারের সঙ্গে দেশের মানুষ একত্র হয়ে কাজ করলে সকল বাধা উপেক্ষা করে দেশ স্বমহিমায় উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করে মানুষের জীবন-জীবিকা সমুন্নত রেখে উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল জেলা পরিষদ চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

এমআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়