×

জাতীয়

অন্য হাসপাতাল থেকে না আসার অনুরোধ কোভিড-১৯ হাসপাতাল পরিচালকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ০৩:৪৩ পিএম

অন্য হাসপাতাল থেকে না আসার অনুরোধ কোভিড-১৯ হাসপাতাল পরিচালকের

করোনা পরিস্থিতির উপরে কথা বলছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক। ছবি : ভোরের কাগজ

অন্যান্য হাসপাতাল থেকে রোগীদের না আসার অনুরোধ জানিয়েছেন ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার নাসির উদ্দিন। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় গতকাল সকাল ৮টা থেকে আজ ৮টা পর্যন্ত ১৯২ জন রোগী রিপোর্ট করেছে। ৮৩ জন রোগীকে আমরা ভর্তি করেছি। ৩৪ জন রোগীকে আমরা আইসিইউতে নিয়েছি। তারমধ্যে  ৪ জন মারা গিয়েছেন। এই মুহূর্তে ভর্তি আছে ৭৮ জন। এখন পর্যন্ত ৮০ টি আইসিইউ প্রস্তুত আছে।

তিনি আরো বলেন, যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন তারা যেন এখানে না আসে। আসলে নতুন যারা আক্রান্ত হচ্ছেন তাদের সংকট দেখা দিবে। আপনারা যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখানেই নিন। তবে নতুন আক্রান্তরা সেবা পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App