×

জাতীয়

হেফাজতের ২৩ মামলার তদন্ত করবে সিআইডি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১০:১২ পিএম

হেফাজতের ২৩ মামলার তদন্ত করবে সিআইডি

সিআইডির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান। ছবি সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী দায়ের হওয়া মামলা গুলোর মধ্যে ২৩ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সিআইডির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, হেফাজতে ইসলামের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও চট্টগ্রামের একাধিক মামলার তদন্ত করবে সিআইডি। এরমধ্যে ২০১৬ সালের পাঁচটি মামলা ও সাম্প্রতিক সময়ের ১৮টি মামলা রয়েছে।

সিআইডি প্রধান আরো বলেন, হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় যারা উপস্থিত ছিল, মদত দিয়েছে, উসকানি দিয়েছে, জ্বালাও-পোড়াও করেছে তাদের ফুটেজ ফরেনসিক করা হবে। ফরেনসিক করে যাদের পাওয়া যাবে তাদের সবাইকেই আমরা আইনের আওতায় আনব। ইতোমধ্যে যেসব হেফাজত নেতা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন প্রয়োজনে তাদেরও সিআইডি জিজ্ঞাসাবাদ করবে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই তদন্ত শেষ করব এবং যারা এখনও আইনের আওতায় আসেনি তাদের আইনের আওতায় আনার চেষ্টা করব।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে গত ২৬ থেকে ২৮ মার্চ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে হেফাজত নেতাদের বিরুদ্ধে ৭৭ টি মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে ৪৯ হাজারের বেশি। এছাড়াও ২০১৩ সালে শাপলা চত্ত্বরের তান্ডব থেকে শুরু করে বিভিন্ন সময় নাশকতার অভিযোগে আরো বেশকিছু মামলা দায়ের করা হয় হেফাজত নেতাদের বিরুদ্ধে। এসব মামলায় সম্প্রতি হেফাজতের ৯ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ সোমবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। আরো ৩৫ জন হেফাজত নেতা নজরদারিতে আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যাদের মধ্যে অন্তত ২৫ জন কেন্দ্রীয় নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App