×

খেলা

রোনালদোবিহীন ম্যাচে জুভেন্টাসের হার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ০৯:২৫ এএম

রোনালদোবিহীন ম্যাচে জুভেন্টাসের হার

আটালান্টার গোলপোস্টের শট নিচ্ছেন জুভেন্টাসের আলভারো মোরাতা।

আটালান্টার বিপক্ষে জুভেন্টাসের হয়ে রবিবারের ম্যাচে দলে ছিলেন না সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়া জুভেন্টাস ড্র তো করতে পারেইনি। উলটো হেরেছে ১-০ গোলে। জয়সূচক একমাত্র গোলটি এসেছে মালিনোভস্কির পা থেকে৷ এ হারের ফলে পয়েন্ট টেবিলে তিন থেকে চারে নেমে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

জুভেন্টাস দলে রবিবারের ম্যাচে রোনালদোকে স্কোয়াডে রাখেননি কোচ আন্দ্রেয়া পিরলো। পর্তুগিজ তারকার অনুপস্থিতি হারে হারে টের পেয়েছে তুরিনের বুড়িরা। আধিপত্য ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি জুভেন্টাসের খেলোয়াড়রা৷ ম্যাচটি অবশ্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল। সেখানে বাগড়া বাধান আটালান্টার মালিনোভস্কি। মাযাচের তিন মিনিট বাকি থাকতে একমাত্র গোলটি করেন তিনি।

এ হারের ফলে ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট পিরলোর শিষ্যদের। ফলে মৌসুমের শেষ দিকে এসে আগামী আসরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নও কঠিন করে ফেলছে জুভেন্টাস। আটালান্টা সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে একধাপ উপরে উঠেছে। পয়েন্ট টেবিলে তাদের অবিস্থান এখন সেরা তিনে। যথারীতি শীর্ষে আছে ইন্টার মিলান। ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট ইন্টারের নামের পাশে। এসি মিলান আছে টেবিলের দ্বিতীয় স্থানে। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App