×

খেলা

রিয়ালের অপ্রত্যাশিত ড্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ০১:০৭ পিএম

রিয়ালের অপ্রত্যাশিত ড্র

রিয়াল মাদ্রিদ ও গেতাফের খেলোয়াড়দের মধ্যে বল দখলের লড়াই।

স্প্যানিশ লা লিগায় গেতাফের বিপক্ষে আজ সোমবার ০-০ গোলের এক অপ্রত্যাশিত ড্র করেছে রিয়াল মাদ্রিদ। আর এর মাধ্যমে ৩১ ম্যাচ শেষে শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টের ব্যবধাসে পিছিয়ে গেছে রিয়াল। অ্যাতলেটিকো মাদ্রিদ গতকাল এইবারের বিপক্ষে ৫-০ গোলের জয় তুলে নেয়। এখন ৩১ ম্যাচ শেষে অ্যাতলেটিকোর পয়েন্ট হলো ৭০। আর রিয়ালের পয়েন্ট ৬৭।

রিয়াল মাদ্রিদ লা লিগায় এই ম্যাচটির আগে বার্সেলোনার বিপক্ষে জয় তুলে নিয়েছিল। এরপর লিভারপুলকে রুখে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। ফলে গেতাফের বিপক্ষে রিয়ালকে সহজেই জয়ী দল হিসেবে ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু তা আর হলো না।

রিয়ালের চেয়ে একটি ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে বার্সেলোনা। ফলে মেসিরা যদি তাদের পরবর্তী ম্যাচে জয় পায় তাহলে রিয়ালকে টপকে তারা দ্বিতীয়স্থানে উঠে আসতে পারবে। এই ড্রয়ের কারনে এখন অনেকে লা লিগার শিরোপার দৌড় থেকে রিয়াল ছিটকে গেছে বলেই ধরে নিচ্ছেন। যদিও এ মৌসুমে দুই দলেরই এখনও আরও ৫টি ম্যাচ বাকি আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App