×

জাতীয়

মানবতার হাত বাড়িয়েছে এক নারী আইনজীবী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ০৬:১৮ পিএম

মানবতার হাত বাড়িয়েছে এক নারী আইনজীবী

আইনজীবী ফারহাত জাহান শিরিন। ছবি: ভোরের কাগজ

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এ স্লোগান বাস্তবায়নে নিরন্তর ছুটে চলছেন এক নারী আইনজীবী। কখনো একা, কখনোবা সঙ্গে স্বজন বা পরিচিত কেউ। রাজধানীর এ প্রান্ত থেকে অন্য প্রান্তে খুঁজে খুঁজে বের করছেন গরিব অসহায় দিনমজুর মানুষদের। এদের পাশে দাঁড়াচ্ছেন আইনজীবী ফারহাত জাহান শিরিন।

মানুষদের পাশে দাঁড়াবেন বলেই তাদের কয়েক ভাইবোনের সম্মিলিত প্রচেষ্টায় এগুলো করছেন তিনি। প্রতি রমজানে বস্তাভর্তি চাল ডাল খেজুর তেল ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন সবার হাতে। ২০০৩ সাল থেকে এ কাজ এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন তিনি।

জানতে চাইলে শিরিন বলেন, এবারের রমজানে ২৫ কেজি চাল, ছোলা ডাল ২ কেজি করে। চিনি ২ কেজি, সরবত ১ বোতল (রুহ আফজা), ১ কেজি খেজুর, ২কেজি লবন, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলুর সমন্বয়ে বস্তা বা প্যাকেট তৈরি করে ৪০০ মানুষের হাতে তুলে দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App