×

খেলা

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন আকরাম খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ০৯:৫৭ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গত ১০ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে হাসপাতালে ভর্তিও হতে হয় তাকে। তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে তিনি করোনা নেগেটিভ হয়েছেন। সুস্থ আকরাম সোমবার বাসায়ও ফিরেছেন।

এপ্রিলের শুরুর দিকে ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয় আকরাম খানের। পরে করোনার উপসর্গ দেখা দিলে গত ৯ এপ্রিল নমুনা দেন। পরীক্ষার পর গত ১০ এপ্রিল জানা যায় আকরাম খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথম কয়েকদিন বাসায়ই চিকিৎসা নিয়েছিলেন তিনি। তবে তার অক্সিজেন লেভেল ঠিক থাকলেও, কাশি বেড়ে যাওয়ার কারণে গত বৃহস্পতিবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনদিন ভর্তি থাকার পর করোনামুক্ত হয়েছেন আকরাম। রোববার নেগেটিভ ফল পাওয়ার পর আর দেরি করেননি, ফিরে গেছেন বাসায়।

করোনা ভাইরাসে নেগেটিভ হয়ে আকরাম খান বলেছেন, ‘সব রিপোর্ট ভালো এসেছে আল্লাহর রহমতে। করোনা নেগেটিভ এসেছে। সব স্বাভাবিক আছে এখন। আমাদের সবার জন্য দোয়া করবেন।’ এর আগে গত শুক্রবার আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম গণমাধ্যমকে বলেন, কাশি বেড়ে যাওয়াতেই হাসপাতালে আনা হয়েছে আকরাম খানকে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুসে ৩০ ভাগ ইনফেকশন আছে তার। যে কারণে কাশছেন তিনি। তবে আল্লাহর রহমতে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। অক্সিজেন লেভেল ঠিক আছে। এখন কিছুটা ভালো অনুভব করছেন আকরাম। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App