×

জাতীয়

সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে মামুনুল গ্রেপ্তার: পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ০২:১৬ পিএম

সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে মামুনুল গ্রেপ্তার: পুলিশ

মামুনুল হকের গ্রেপ্তার ঘটনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ বলেছেন, নাশকতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ২০২০ সালের একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়াও ২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনা ও সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া তাণ্ডবসহ অন্যান্য মামলায় তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার (১৮ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান ডিসি হারুন।

মামুনুলকে গ্রেপ্তারে বাধার সম্মুখীন হতে হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মাদ্রাসার ভেতরে গিয়ে প্রথমে তার সঙ্গে কথা বলি। পরে বের করে আনা হয়। এ সময় কোনো বাধার মুখে পড়তে হয়নি।

তিনি আরও জানান, মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের রাহমানিয়া মাদরাসা থেকে দুপরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App