×

জাতীয়

করোনাকালে ৪০ শতাংশ বিষন্নতা ও ৩০ শতাংশ মানুষ ভুগছে দুশ্চিন্তায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ০৪:৫০ পিএম

করোনাকালে ৪০ শতাংশ বিষন্নতা ও ৩০ শতাংশ মানুষ ভুগছে দুশ্চিন্তায়

ফাইল ছবি

বৈশ্বিক মহামারী পরিবর্তন করেছে মানুষের মনোজগৎ। সাধারণ সময়ের চেয়ে করোনাকালে মানসিক সমস্যা কয়েকগুণ বেড়েছে। বেড়েছে বিষন্নতা ও দুশ্চিন্তাও। রবিবার (১৮ এপ্রিল) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য বলছে, বাংলাদেশ পরিচালিত কয়েকটি গবেষণায় দেখা গেছে, গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৪০ শতাংশ বিষন্নতা ও ৩০ শতাংশের মধ্যে দুশ্চিন্তার লক্ষণ রয়েছে।

অথচ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত মানসিক রোগের হার সংক্রান্ত জরিপের ফলাফলে বাংলাদেশ ২০১৮ সালে প্রাপ্তবয়স্কদের মধ্যে মানসিক রোগের হার ছিলো ১৮ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে বিষন্নতা ৬ দশমিক ৭৮ এবং দুশ্চিন্তাগ্রস্থ ছিলো ৪ দশমিক ৭ শতাংশ।

এখানেই শেষ নয়, গত এক বছরে বাংলাদেশে আত্মহত্যার ঘটনা ঘটেছে প্রায় ১৪ হাজার। যা আগের যে কোন বছরগুলোর চেয়ে অনেক বেশি। সুনির্দিষ্টভাবে করোনা নিয়ে কুসংস্কার, স্টিগমার কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে। করোনা সংক্রমনের আতঙ্ক চিকিৎসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা, মৃত্যুভয়, অর্থনৈতিক বিপর্যয়, বেকারত্ব এসব কারণে বাড়ছে মানসিক সংকট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App