×

আন্তর্জাতিক

একসঙ্গে দুই মাস্কে সুরক্ষা দ্বিগুণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ০৯:৪৬ পিএম

একসঙ্গে দুই মাস্কে সুরক্ষা দ্বিগুণ

একসঙ্গে দুই মাস্ক পরলেও রয়েছে উপকার

একসঙ্গে দুটি মাস্ক পরলে মানুষ বেশি সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা। দুটি মাস্কের ব্যবহারে করোনার জীবাণুর আকৃতির মতো ক্ষুদ্র কণা আটকে দেওয়ার ক্ষেত্রে প্রায় দ্বিগুণ কার্যকারিতা দেখাতে পারে বলে জানিয়েছে গবেষণাটি।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা (ইউএনসি) হেলথ কেয়ার এ গবেষণাটি করেছে। এতে, নেতৃত্ব দেন ইউএনসির স্কুল অব মেডিসিনের সংক্রামক ব্যাধির সহযোগী অধ্যাপক এমিলি সিকবার্ট। বিষয়টি নিয়ে রোববার (১৮ এপ্রিল) প্রতিদেবন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।

গবেষণায় বলা হয়, দুটি মাস্ক পরলে কোন গ্যাপ থাকে না। ফলে করোনার জীবাণু মানুষের নাক ও মুখ পর্যন্ত পৌঁছাতে পারে না। এতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা একেবারেই কম। সার্জিক্যাল মাস্কের ওপর যদি কাপড়ের মাস্ক পরা হয়, তাহলে সুরক্ষার কার্যকারিতা ২০ শতাংশ পর্যন্ত বাড়ে বলেও জানানো হয়।

এমিলি বলেন, করোনার বিস্তার রোধে মাস্ক কতটা কার্যকর, তা যেমন গবেষণায় উঠে এসেছে, তেমনি উঠে এসেছে দ্বৈত মাস্কের ভূমিকার বিষয়টিও।

তিনি বলেন, মাস্কের কার্যকারিতা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হয়। প্রতিটি ব্যক্তির মুখমণ্ডলের আকার-আকৃতি ভিন্ন। ফলে তাদের ক্ষেত্রে মাস্কের মাপও ভিন্ন হয়। তাই করোনা প্রতিরোধে মাস্ক পড়ার উপর জোর দিচ্ছেন স্বাস্থ্যবিদেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App