×

জাতীয়

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১১:২৫ এএম

সকলের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। শনিবার (১৭ এপ্রিল) বাদ জোহর রাজধানীর বনানী কবরস্থান এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে মুক্তিযোদ্ধা এই অভিনয় শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়।

করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত সারাহ বেগম কবরী। শুক্রবার রাত ১২টা ২০মিনিটের দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

কিছু দিন আগে খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষার জনল দেন সারাহ বেগম কবরী। গত ৫ এপ্রিল দুপুরে পরীক্ষার ফল পেলে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। সেদিন রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৭ এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। প্রথম দিকে আইসিইউ সংকট দেখা দেয়। কিন্তু ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। গত বৃহস্পতিবার বিকেলে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। তবে শেষ রক্ষা হলো না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App