×

সারাদেশ

কুমিল্লায় হাট-বাজারে উপচেপড়া ভিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ০৪:৫৭ পিএম

কুমিল্লায় হাট-বাজারে উপচেপড়া ভিড়

বাজারে কেনাকটায় মানুষের ভিড়।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে কুমিল্লা নগরীর বিভিন্ন কাঁচা বাজারগুলো স্বাস্থ্যবিধি মেনে সড়কের উপরে বসানো হলেও মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি। সড়কের উপর এসব বাজারগুলোতে রয়েছে উপচে পড়া মানুষের ভিড়। বেশিরভাগ বিক্রেতাদের নেই মাস্ক। অনেকের মাস্ক আছে থুতনিতে। চতুর্থ দিনে এইসব স্থানে দেখা যায় লকডাউনের বিধিনিষেধ অনেকটাই শিথিল। বিশেষ করে নগরীর কাঁচা বাজারগুলোতে মানুষের গাদাগাদি ও ঠেলাঠেলি। লকডাউনের মধ্যেও মানা হচ্ছে না কোন প্রকার স্বাস্থ্যবিধি। এছাড়া নগরীর মহল্লার ভেতরের বেশিরভাগ দোকানপাটই খোলা দেখা গেছে। শনিবার (১৭ এপ্রিল) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র। নগরীর চকবাজারের কাঁচা বাজার বসেছে আলীয় মাদ্রাসা সড়কে, রাজগঞ্জ বাজার বসেছে রাজগঞ্জ-কান্দিরপাড় সড়কে, মাছ বাজার বসেছে মোঘলটুলি সড়কে, নিউমার্কেটর কাচা বাজার বসেছে জিলা স্কুল রোডে, রানীর বাজার ও বাদশা মিয়ার বাজারসহ প্রায় বাজারই সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে খোলা জায়গায় বসেছে। সড়কের উপর এসব বাজার মানছে না কোন নিয়মনীতি। তার উপর রয়েছে যানবাহন চলাচল সব মিলিয়ে উল্টো চিত্র দেখা গেছে। মাস্ক না থাকায় এ ব্যাপারে নিউমাকেটের সবজি বিক্রেতা মিজান বলেন, মাস্ক ছিল, এই মাত্র খুলে পকেটে রাখলাম। রাজগঞ্জের সবজি বিক্রেতা জাবেদ মিয়া বলেন, দীর্ঘক্ষণ মাস্ক লাগিয়ে রাখতে পারি না। শ্বাঃস নিতে কষ্ট হয়, তাই মুখ থেকে নিচে নামিয়ে রাখছি। নিউ মার্কেটের ব্যবসায়ী নেতা এনাম মিয়া জানান, সবাইকে মাস্ক পড়তে বারবার বলা হয়েছে, তারপরও তারা মাস্ক খুলে রাখে। কুমিল্লা জেলা প্রশাসক কামরুল ইসলাম বলেন, হাট-বাজার মহল্লা দোকানপাট বিষয়টি আমরা গুরুত্বভাবে দেখছি। জেলার কোথায়ও লকডাউনের শিথিলতা নেই। বিভিন্ন মহল্লায় অভিযান পরিচালনা করছি। কোথাও কোথাও দোকান পাট খোলা চেষ্টা করলে আমাদের ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করছি ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App