×

জাতীয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ২০ কর্মী করোনায় আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১০:৫৯ এএম

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ২০ জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৮ জন ভারতীয় নাগরিক ও দুইজন বাংলাদেশি। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে তাদেরকে আইসোলেশন এ রাখা হয়েছে। সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. কেএম হুমায়ুন কবির জানিয়েছেন, গত বৃহস্পতিবার বাগেরহাট জেলায় ১০৩ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের অধীনে নির্মাণাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২০ জন শ্রমিক রয়েছেন। এদের মধ্যে ১৮ জন ভারতীয় এবং ২জন বাংলাদেশি শ্রমিক। তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি সূত্র জানায়, ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর পুরো প্রকল্প জুড়ে স্বাস্থ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে এবং সংক্রমণ প্রতিরোধে সর্তকতা অবলম্বন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App