×

সারাদেশ

পুঠিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ০৯:৩৮ পিএম

পুঠিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৮

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৭ থেকে ৮ জন আহত হয়েছে। আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) জুম্মার নামাজ পর বেলপুকুর ইউনিয়নের ধলাট কোনরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে পুলিশ উভয় পক্ষের ৫ জনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন।

ওসি জানান, ওই গ্রামে দুটি গ্রুপ আছে একটি রবি গ্রুপ ও একটি জাহিদ গ্রুপ। মসজিদের হিসাবপত্র ছাড়াও কিছু আনুসাঙ্গিক বিষয় নিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে জুম্মার নামাজ পর দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের ৭ থেকে ৮ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে উভয় পক্ষের ৫ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

ওসি আলমগীর হোসেন আরো জানান, এ ব্যপারে উভয় পক্ষের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App