করোনায় মারা গেলেন শিল্পপতি মাহমুদ আলী রাতুল

আগের সংবাদ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাক পারাপার রাতে

পরের সংবাদ

চারঘাট উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ , ৯:৪১ পূর্বাহ্ণ আপডেট: এপ্রিল ১৬, ২০২১ , ৯:৪৪ পূর্বাহ্ণ

রাজশাহী চারঘাট উপজেলায় বালুর ব্যবসাকে কেন্দ্র করে চারঘাট উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে।

জানা যায়, টেন্ডার প্রাপ্ত ব্যক্তির সঙ্গে স্থানীয়ভাবে অনেকেই ব্যবসা করার জন্য প্রস্তাব দেয়া এবং তা নিয়েই রাজত্ব কায়েমের জন্য শুরু হয় নিস্তব্ধ যুদ্ধ। স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যোগসাজশে ঘটনাটি ঘটেছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব জানান, তার বাড়িতে বৃদ্ধা মা তার শিশুসহ অনেক সদস্য রয়েছে।এই ন্যাক্কারজনক হামলাটি যে কোন সময় একটি প্রাণনাশের হুমকির মতো হতে পারত। বিএনপি’র কিছু ক্যাডার বাহিনী এ ঘটনাটি ঘটেছে বলে আমার ধারণা।

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করার পর বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে ।

এসআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়