×

খেলা

শ্রীলঙ্কায় কঠোর অনুশীলনে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৮:২৬ পিএম

শ্রীলঙ্কায় কঠোর অনুশীলনে টাইগাররা

শ্রীলঙ্কায় বেশ ফুরফুরে মেজাজে অনুশীলন করছে টাইগাররা

শ্রীলঙ্কায় বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে সোমবার সেখানে পা রেখেছে মুমিনুল হকরা। তিন দিন হোম কোয়ারেন্টাইন শেষ করে বৃহস্পতিবার (১৫এপ্রিল) কলম্বোর নিগোম্বয় প্রথম দিনের অনুশীলন করেছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। এদিন বাংলাদেশ সময় সোয়া ১০টায় টিম হোটেল থেকে ২০ মিনিট দূরত্বের মাঠে অনুশীলন করেছেন মুমিনুল-মুশফিকরা। তিন দিনের বিরতি কাটিয়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছে টাইগাররা। এদিন অনুশীলনে বেশ উচ্ছ্বসিত ছিলেন মুমিনুলরা। তবে পবিত্র রমজান মাস শুরু হলেও প্রচণ্ড গরমে প্রথম অনুশীলনের দিন রোজা রাখতে পারেননি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কিন্তু এর আগে প্রথম রোজা রেখেছিলেন ক্রিকেটার ও স্টাফরা। আজ একই মাঠে দ্বিতীয় দিনের অনুশীলন করবে টাইগাররা। দুই দিন সীমিত পরিসরের অনুশীলনের পর ১৭ থেকে ১৮ এপ্রিল কাতুনায়েকেতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। স্বাগতিক বোর্ড দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য কোনো দল না দেওয়াতেই বড় স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা সফরে যেতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এই ম্যাচে সবার অবস্থা পর্যালোচনা করে ঘোষণা করা হবে টেস্ট সিরিজের মূল স্কোয়াড। এরপর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ২১ এপ্রিল পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামে মুমিনুল বাহিনী। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি গড়াবে ২৯ এপ্রিল। তবে পাল্লেকেলে স্টেডিয়ামে এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম সেখানে টেস্ট খেলবে বাংলাদেশ। তাছাড়া বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার গলে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ। তবে যাইহোক এবার লঙ্কানদের বিপক্ষে ভালো খেলে জিততে মরিয়া হয়ে আছে টাইগাররা। সিরিজের আগে প্রস্তুতিটুকু সর্বোচ্চ কাজে লাগাতে হবে এমনটাই মনে করেন বাংলাদেশ দলের তরুণ ওপেনার সাইফ হাসান। আজ শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় একথা বলেছেন তিনি। অনুশীলন শেষে সাইফ হাসান বলেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়ও খুব ভালো প্রস্তুতি চলছিল আমাদের। আমরা যারা বাইরে ছিলাম, তাদের খুব ভালো অনুশীলন চলছিল। তারপর আমরা আয়ারল্যান্ড অনূর্ধ্ব-২৩ এর বিপক্ষে যখন খেলেছি, ওখানেও একটা ভালো সিরিজ হয়েছে। তারপর এখানে আসার আগে এনসিএলটাও খুব ভালো একটা প্রস্তুতি ছিল আমাদের। সব মিলিয়ে খুব ভালো একটা প্রস্তুতি ছিল। আশাকরি ওই পারফরম্যান্সগুলা এখানে কাজে লাগবে। তাছাড়া রান করলে অনেক আত্মবিশ্বাস থাকে। আমার মনে হয় ব্যাটিং প্রস্তুতি আর ফিটনেস ওয়াইজ খুব ভালো ছিল। যদিও ম্যাচ খেলি নাই। ন্যাশনাল টিমের সঙ্গে যতদিন ছিলাম, ভালো প্র্যাকটিস সেশন ছিল ব্যাটিং ওয়াইজ, ফিটনেস ওয়াইজ। অল ওভার আমার মনে হয়, প্রিপারেশন খুব ভালো। কনফিডেন্সও খুব ভালো আছে। যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করব। আমাদের যে প্রস্তুতি ম্যাচ আছে এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটাই আমাদের সুযোগ। এখানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া আর উইকেট কি রকম হতে পারে, এ ম্যাচটা খেলে আমাদের বুঝতে হবে। তাই আমার মনে হয়, ম্যাচের মধ্যে আর প্রত্যেকটা প্র্যাকটিস সেশন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটি দিন খুব গুরুত্বপূর্ণ। যত ক্যাশ ইন করা যায়, ততই আমাদের জন্য ভালো। এদিকে লঙ্কা বধের প্রস্তুতি শুরু করেছে মুমিনুল বাহিনী। প্রথম দিনের অনুশীলনে সম্ভাব্য সবই করেছে তামিম-মুশফিকরা। নেট ব্যাটিং, বোলিং, ক্যাচিং, স্লিপ ক্যাচিং প্রতিটি বিভাগেই নিজেদের ঝালিয়ে নিয়েছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। নিগম্বর মাঠের সেন্টার উইকেটে আম্পায়ারের ভূমিকায় দাঁড়িয়ে পেস বোলিং কোচ ওটিস গিবসন। তিনি নেটে বল করার সময় পরখ করেন আবু জয়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদকে। টিম লিডার খালেদ মাহমুদ সুজনও তা পরখ করে দেখছেন। আর সাদমান ইসলাম অনিক ও তাসকিন আহমেদ লাইট ক্যাচিংয়ে করেছেন। এছাড়া মাঠের এক প্রান্তে নেটে ব্যাটিং অনুশীলন করেছেন দেশ সেরা রান সংগ্রাহক তামিম ইকবাল। অন্তর্বর্তীকালীন স্পিন বোলিং কোচ ইসলামের নির্দেশনায় তার বিপক্ষে বল করেছেন দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলাম। টাইগার দলপতি মমিনুল হক ও হাত ঘুরিয়েছেন। দিনের অনুশীলনের শুরুটা হয়েছে গা গরম এর মধ্য দিয়ে। হালকা স্ট্রেচিং মাধ্যমে প্রথম দিনের প্রস্তুতি শুরু করেছে টাইগাররা। এদিন অনুশীলনে বেশ উচ্ছ্বাসিত ছিলেন মুশফিক। তিনি বেশ ফুরফুরে মেজাজে ব্যাটিংয়ে ঘাম ঝরিয়েছেন। টাইগারদের প্রাথমিক টেস্ট দল, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, নুরুল হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App