×

আন্তর্জাতিক

আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়াল, সংক্রমণে দ্বিতীয় ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৪:৫৭ পিএম

দেশে করোনাভাইরাসে একদিনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গেল। আমেরিকার পর শুধু ভারতেই একদিনে আক্রান্ত ২ লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩৯ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ্যে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের দিক দিয়েও বিশ্বে দ্বিতীয় ভারত। প্রথম আমেরিকা। খবর আনন্দবাজার পত্রিকার।

করোনাভাইরাসের প্রথম প্রকোপে দেশে একদিনে আক্রান্ত ১ লক্ষ ছাড়ায়নি। এ বছর ৫ এপ্রিল প্রথম বার ১ লক্ষ পেরিয়েছিল দেশের দৈনিক সংক্রমণ। দেড় লক্ষ ছাড়িয়ে যায় ১১ এপ্রিল। আজ ১৫ এপ্রিল ২ লক্ষও পেরিয়ে গেল। মাত্র ১০ দিনের মধ্যে দেশে এক দিনে সংক্রমণ দ্বিগুণ হল। করোনার দ্বিতীয় ঢেউ যে আরও বড় আকারে এসেছে তা বুঝিয়ে দিচ্ছে গত কয়েক সপ্তাহের পরিসংখ্যানই।

দ্বিতীয় ঢেউয়ের জেরে দৈনিক মৃত্যু পর পর দু’দিনে হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের। এ নিয়ে মোট ১ লক্ষ ৭৩ হাজার ১২৩ জন কোভিডে প্রাণ হারালেন দেশে। দৈনিক সংক্রমণের এই বৃদ্ধি সক্রিয় রোগীর সংখ্যা বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় লক্ষাধিক সক্রিয় রোগী বেড়েছে। এখন দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৭১ হাজার ৮৭৭ জন। এদিকে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে জায়গা ক্রমেই ফুরিয়ে আসছে।

দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ শুরুতে ৮-৯ রাজ্যে আবদ্ধ ছিল। কিন্তু গত কয়েকদিনে আরও কয়েকটি রাজ্যে বেড়েছে সংক্রমণ। ১৮-১৯টি রাজ্যে এখন উল্লেখযোগ্য সংক্রমণ হচ্ছে। মহারাষ্ট্র সবার শীর্ষে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৫৯ হাজার জন আক্রান্ত হয়েছে সেখানে। উত্তরপ্রদেশে এই প্রথমবার নতুন আক্রান্ত একদিনে ২০ হাজার ছাড়াল। রাজধানী দিল্লিতে তা বাড়তে বাড়তে ১৭ হাজার পার করল। ছত্তীসগঢ়ে বৃহস্পতিবার আক্রান্ত ১৪ হাজারের বেশি।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের কড়াকড়ি ফিরিয়ে আনতে চাইছে প্রশাসন। মহারাষ্ট্রে ইতিমধ্যে বিধিনিষেধ জারি হয়েছে। মধ্যপ্রদেশেও সপ্তাহান্তে চলছে লকডাউন। ছত্তীসগঢ়ে রাত্রিকালীন কার্ফু ছাড়াও কিছু কিছু এলাকায় আংশিক লকডাউন জারি হয়েছে। কর্নাটকেও বিভিন্ন শহরে একই রকম বিধিনিষেধ। রাজস্থানেও শুক্রবার থেকে ১২ ঘণ্টার কার্ফু ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দেশে টিকাকরণও চলছে। গত ২৪ ঘণ্টায় ৩৩ লক্ষ ১৩ হাজার ৬৬০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ ডোজ ইতিমধ্যেই দেওয়া হয়েছে দেশে। টিকা নেওয়ার পাশাপাশি সচেতন থাকাতেও জোর দিচ্ছেন চিকিৎসকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App