×

সারাদেশ

বিজিবি ‘র অভিযান: টেকনাফে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৫:৩৯ পিএম

বিজিবি ‘র অভিযান: টেকনাফে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

টেকনাফে বিজিবি অভিযান পরিচালনা করে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে

টেকনাফে বিজিবি অভিযান পরিচালনা করে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লেদা খাল হতে এসব জব্দ করে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, (বিজিবিএম, পিএসসি) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লেদা বিওপি ‘র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লেদা বিওপি'র দায়িত্বপূর্ণ লেদা খাল দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে লেদা বিওপি ‘র বিশেষ টহলদল সেখানে গিয়ে বেড়ীবাঁধের পিছনে গোপনে অবস্থান করে।

আনুমানিক  ভোর সাড়ে ৪ টার  দিকে  টহলদল ৫ থেকে ৬ জন দুষ্কৃতকারী ব্যক্তিকে (বিআরএম-১১ হতে ১.৬ কিঃ মিঃ দক্ষিণে)  লেদা খাল দিয়ে ৪ টি ব্যাগ কাঁধে করে নাফ নদীর কিনারা হয়ে লবন মাঠের দিকে আসতে দেখে। টহলদল উল্লেখিত ব্যক্তিদের দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত অগ্রসর হয়। কিন্তু দুষ্কৃতকারী ব্যক্তিগণ দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত বস্তাগুলো ফেলে দিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে লেদা খালের আঁড় ব্যবহার করে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ৪টি ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে  ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা।

ইয়াবা কারবারীদের আটকের জন্য  বর্ণিত এলাকা ও পার্শ্ববর্তী স্থানে সকাল সাড়ে ৬ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।  তবে তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ শেষে পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App