×

খেলা

আউট হয়ে মাঠে অশোভন আচরণ কোহলির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০১:০৩ পিএম

আউট হয়ে মাঠে অশোভন আচরণ কোহলির

ব্যাটিংয়ে ব্যস্ত বিরাট কোহলি।

আইপিএলের নিয়ম লঙ্ঘন করে তিরস্কৃত হয়েছেন বিরাট কোহলি। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আউট হয়ে ফেরার সময় অস্বাভাবিক আচরণ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। সীমানার দড়ি ও ফাঁকা চেয়ারে ব্যাট দিয়ে আঘাত করেন কোহলি। আইপিএলের আচরণবিধির লেভেল ওয়ান ধারায় তিরস্কৃত করা হয় তাঁকে।

হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৩৩ রান করেন কোহলি। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জুটিতে ৪৪ রান তুলে আউট হন তিনি। ১২তম ওভারে জেসন হোল্ডারের বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ তুলে দেন কোহলি। সাজঘরে ফেরার পথে সীমানার দড়ি এবং ফাঁকা চেয়ারে ব্যাট দিয়ে আঘাত করেন তিনি।

আইপিএলের নিয়ম অনুযায়ী, যা লেভেল ওয়ান অপরাধ। শুধু মাত্র তিরস্কৃত করে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।

আইপিএল কর্তৃপক্ষ বলেন, কোহলি লেভেল ওয়ান ধারায় অভিযুক্ত হয়েছেন। এই ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।

ম্যাচের গুরুত্বপূর্ণ সময় আউট হয়ে খুশি হতে পারেননি কোহলি। সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে সাজঘরে ফেরার সময়।

https://twitter.com/theanalyst/status/1382347548858458114?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1382347548858458114%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fsports%2Fipl-2021-virat-kohli-rebuked-for-hitting-boundary-cushion-after-dismissal-dgtl%2Fcid%2F1275992  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App