×

জাতীয়

‘খালেদার চিকিৎসা কোথায় হবে সিটি স্ক্যানের উপর সিদ্ধান্ত’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৫:৫৪ পিএম

‘খালেদার চিকিৎসা কোথায় হবে সিটি স্ক্যানের উপর সিদ্ধান্ত’

বৃহস্পতিবার চিকিৎসক দল সাংবাদিকদের সঙ্গে খালেদার চিকিৎসা প্রসঙ্গে কথা বলেন। ছবি: ভোরের কাগজ

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসকদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। [caption id="attachment_278491" align="alignnone" width="832"] বৃহস্পতিবার চিকিৎসক দল সাংবাদিকদের সঙ্গে খালেদার চিকিৎসা প্রসঙ্গে কথা বলেন। ছবি: ভোরের কাগজ[/caption] এফ এম সিদ্দিকী বলেন, কোভিডের দ্বিতীয় সপ্তাহে সাবধানতা অবলম্বন করতে হয়। ম্যাডামের এখন ৭ দিন দ্বিতীয় সপ্তাহে। গত তিনদিনে উনার যে রিপোর্ট করা হয়েছে সেগুলো ভালো আছে। এখন উনার দ্রুত একটা সিটি স্ক্যান করতে হবে। এই সপ্তাহের মধ্যেই তা করা হবে। কোথায় সিটি স্ক্যান করা হবে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া আছে পরবর্তীতে জানানো হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোভিডে আগে থেকে বলা যাবে না কখন হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে। খুব দ্রুত সিটি স্ক্যান রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে হসপিটাল না বাসায় কোথায় চিকিৎসা করাতে হবে। খালেদা জিয়ার অন্যান্য চিকিৎসা যথারীতি চলছে বলেও জানান তিনি। এ সময় চিকিৎসক প্রতিনিধি দলে অন্যদের মধ্যে অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, আল মামুন এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App