×

জাতীয়

করোনায় মৃত্যু আরও ৯৪, প্রাণহানি ১০ হাজার ছাড়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৪:১৩ পিএম

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৪ জন। ফলে প্রাণহানি ১০ হাজার ৮১ জন। এছাড়া নতুন করে ভাইরাসে রোগী শনাক্ত হয়েছে চার হাজার ১৯২ জন। এ নিয়ে করোনায় মোট শনাক্ত সাত লাখ সাত হাজার ৩৬২ জন।

 বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বুধবার (১৪ এপ্রিল) দেশে একদিনে সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া শনাক্ত হয়েছিল ৫ হাজার ১৮৫ জন। সেই সঙ্গে শনাক্তের হার ছিল ২০ দশমিক ৮৯ শতাংশ।

করোনা ভাইরাস মহামারির তাণ্ডব এখনো চলছে বিশ্ব জুরে। এখন পর্যন্ত করোনায় বিশ্বে মারা গেছে ২৯ লাখ ৮৭ হাজার ৯৪৮ জন। এছাড়া এই ভাইরাসটিতে শানাক্ত হয়েছে ১৩ কোটি ৮৯ লাখ ২৯ হাজার ৬৬৬ জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ১৬ লাখ ৮৫ হাজার ৬৪৭ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App